ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 6.8/10
Directors ➤ Sourav Chakraborty
Stars ➤ Rajat Kapoor, Paayel Sarkar, Subrat Dutta, Mumtaz Sorcar Ect.
Genres ➤ Thriller & Psychological
Language ➤ Bangla
Country ➤ India
সৌগত—নামটা এখন পরিচিত। থ্রিলার ঘরানার পাঠকদের কাছে সে নতুন এক ভরসার নাম। প্রথম বই প্রকাশের পরই সাহিত্যজগতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সে। সাফল্য, পাঠকের ভালোবাসা, আর স্বপ্নের মতো এক বর্তমান—সবকিছুই যেন ঠিকঠাক চলছে।
কিন্তু কিছু অতীত কখনোই পুরোপুরি মরে না।
যে স্মৃতিগুলোকে সৌগত বহু বছর ধরে নিজের ভেতর চেপে রেখেছিল, যেগুলোকে সে ভুলে থাকার ভান করেছিল—সেগুলোই হঠাৎ করে একে একে ফিরে আসতে শুরু করে। প্রথমে ছোট ছোট অস্বস্তি, তারপর অদ্ভুত কিছু ঘটনা। আর ধীরে ধীরে তার বাস্তব জীবন আর লেখার গল্পের মধ্যে পার্থক্য করাই কঠিন হয়ে যায়।
এই সিরিজটা শুধু একজন লেখকের সাফল্যের গল্প নয়। এটা অপরাধবোধ, ভয়, চাপা পড়ে থাকা সত্য আর মানুষের মনের অন্ধকার দিকের গল্প। এখানে প্রতিটা পর্বে প্রশ্ন ওঠে—যে গল্প আমরা লিখি, কখনো কি সেই গল্পই আমাদের জীবন লিখে দেয়?
অতীত যখন বর্তমানের দরজায় কড়া নাড়ে, তখন পালানোর কোনো পথ থাকে না। সৌগতের জীবন সেই জায়গায় দাঁড়িয়ে—যেখানে সত্য জানাটাই সবচেয়ে বড় ভয়।
এই সিরিজ আপনাকে টেনে নেবে এক ধীরে ধীরে ঘন হয়ে আসা রহস্যের ভেতরে, যেখানে প্রতিটা মুহূর্তে অপেক্ষা করে আছে নতুন মোড়, নতুন প্রশ্ন… আর এক ভয়ংকর উত্তর।
