ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 7.2/10
Directors ➤ R.S. Prasanna
Stars ➤ Aamir Khan, Genelia Deshmukh, Vedant Sharma, Aroush Datta Etc.
Genres ➤ Comedy, Drama, Sport
Language ➤ Hindi
Country ➤ India
Platform ➤ Review Bazar Movies
একজন অ্যাসিস্ট্যান্ট বাস্কেটবল কোচ। খেলায় তার দক্ষতা নিয়ে কারও সন্দেহ নেই, কিন্তু ব্যক্তিগত জীবনে সে ভয়ানক এলোমেলো। স্ত্রী সুনিতার সঙ্গে বনিবনা হয় না, সম্পর্কটা নুনে চিঁড়া। মানসিক চাপ আর রাগে সে প্রায়শই জ্বলে ওঠে।

একদিন একটা প্রতিযোগিতার সময় তার হেড কোচের সঙ্গে ঝগড়া বাধে। কথায় কথায় তর্ক গড়ায় হাতাহাতিতে—শেষমেশ রাগের মাথায় গুলশান কোচকে ঘুষি মেরে ফেলে দেয়! পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ম্যাচের মাঝেই তাকে বের করে দেওয়া হয়। তারপর হতাশ গুলশান মদ খেয়ে বসে আর গাড়ি চালিয়ে ধাক্কা মারে পুলিশের গাড়িতে।

কেস চলে যায় কোর্টে। কিন্তু কোর্ট তার আগের ভালো কাজের রেকর্ড দেখে জেল না দিয়ে একটা বিকল্প সাজা দেয়—তাকে পাঠানো হয় এক ইনস্টিটিউটে, যেখানে ডাউন সিনড্রোমে আক্রান্ত কিছু শিশু থাকে। তার কাজ? ওদের বাস্কেটবল শেখানো।

প্রথম দিনেই গুলশান বুঝে যায়, এই কাজটা আগের যে কোনও কাজের থেকে অনেক কঠিন। কেউ কথা বলে না, কেউ কিছু শোনে না, আবার কেউ নিজের মতো হেসে-খেলে বেড়ায়। বাস্কেটবল শেখানো তো দূরের কথা, প্রথমে তাদের এক জায়গায় দাঁড় করানোই যুদ্ধের মতো।

কিন্তু গুলশানের সামনে কোন বিকল্প নেই—কাজ না করলে জেলে যেতে হবে। তাই সে ধীরে ধীরে চেষ্টা চালিয়ে যায়। সে বাচ্চাগুলোর সঙ্গে বন্ধুত্ব করতে শুরু করে, ওদের ভাষা বোঝার চেষ্টা করে। কেউ পছন্দ করে চকোলেট, কেউ গান শুনতে ভালোবাসে, কেউ আবার শুধু হাত ধরতে চায়—গুলশান এদের আলাদা আলাদা ভাবে বোঝে এবং সেভাবেই ট্রেনিং দেয়।

এইভাবে একসময় সে বুঝে যায়—“স্বাভাবিক” বলতে আসলে কিছু নেই। প্রত্যেকেই তার মতো করে স্বাভাবিক, তার মতো করে সুন্দর।

গুলশান বাচ্চাগুলোর ভেতর থেকে খুঁজে বের করে তাদের সম্ভাবনা। সময়ের সঙ্গে সঙ্গে তারা শুধু খেলতেই শেখে না, বরং হয়ে ওঠে একটা দারুণ টিম—যাদের চোখে স্বপ্ন আছে, মনে সাহস আছে, আর হৃদয়ে ভালোবাসা।