ডাউনলোড লিংক নিচে 👇
MDb rating ➤ 8.3/10
Directors ➤ Eugien Jos Chirammel
Stars ➤ Shine Tom Chacko, Deepak, Divya M. Nair, Vincy Aloshious Etc.
Genres ➤ Drama
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
Christo Xavier একজন পুলিশ, আবার একই সাথে খুব ভালো শিক্ষকও। নিজের থানার উপরে একটা ফাঁকা হলরুমে গ্রামের ছেলেমেয়েদের ফ্রি টিউশন করায়। তার ক্লাসে সবাই খুব খুশি, কিন্তু স্কুলের গণিত ম্যাডাম Nimisha এটা ভালো চোখে দেখেন না—কারণ তার ক্লাস ফাঁকা হয়ে যায়।
এদিকে গ্রামের এক মেয়ে Arya আছে, তাকে তার নিজের ভাই Vivek খুব কষ্ট দেয়, মারধর করে। Arya-র কোনো বন্ধুর সাথে সম্পর্ক হচ্ছে দেখে Vivek আরও রেগে যায়। একদিন মারধরের পর Arya থানায় সাহায্য চাইতে আসে, আর তখন Christo গিয়ে Vivek-কে জোরে একটা থাপ্পড় মেরে দেয়। এখান থেকেই আসল ঝামেলা শুরু হয়।
গল্পের প্রথম দিকে Christo-র পড়ানো, ছেলেমেয়েদের মজা, Nimisha-র সাথে হালকা ঝগড়া—এসব দেখে মনে হয় একদম হালকা, মিষ্টি কাহিনি চলছে। কিন্তু ধীরে ধীরে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কেউ হঠাৎ নিখোঁজ হয়, অজানা ভয় ঢুকে যায় চারদিকে। Christo তখন শুধু শিক্ষক বা পুলিশ নয়, গ্রামের সত্যিটা খুঁজে বের করার দায়িত্বেও পড়ে যায়।
শেষ পর্যন্ত গল্পটা দাঁড়ায় সমাজের লুকানো অন্যায়, পরিবার আর প্রতিষ্ঠানের দুর্বলতা আর সত্যের মুখোমুখি দাঁড়ানোর এক থ্রিলারে।