ডাউনলোড লিংক নিচে 👇
MDb rating ➤ 5.8/10
Directors ➤ Abhimanyu Tadimeti
Stars ➤ Priyamani, Saranya Pradeep, Nanda Gopal, Anuj Etc.
Genres ➤ Comedy, Thriller, Action
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
Anupama একসময় শুধু ইউটিউবে রান্না শেখাত, সেই রান্না নিয়েই তার ছোট্ট দুনিয়া ছিল। কিন্তু প্রথম ছবির ঘটনার পর তার শান্ত জীবনটা ওলটপালট হয়ে যায়। এবার সে Shilpa নামের তার কাজে সাহায্য করা মেয়েটাকে নিয়ে একটা ছোট্ট রেস্টুরেন্ট চালায়। সব ঠিকঠাকই চলছিল, হঠাৎ একদিন খবর আসে একটা বড় রান্নার প্রতিযোগিতা হচ্ছে—“Cooking Idol।” আয়োজন করছে নামী ব্যবসায়ী Antony Lobo, সঙ্গে আছে নামকরা নায়িকা Zubeida।
Anupama ভাবে, এই প্রতিযোগিতা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু ঠিক তখনই আসে ঝামেলা। হাজির হয় Sadanand নামে এক দুর্নীতিগ্রস্ত অফিসার। সে Anupama-কে ব্ল্যাকমেইল করে বলে—তাকে অবশ্যই ওই প্রতিযোগিতার ট্রফিটা চুরি করতে হবে! না হলে বড় বিপদে পড়তে হবে।
এমন পরিস্থিতিতে বেচারা Anupama আর Shilpa কি করবে? বাধ্য হয়েই তারা একদল মানুষ জোগাড় করে একদম সিনেমার মতো একটা হাইজ করার প্ল্যান করে। রান্নার প্রতিযোগিতার আড়ালে ট্রফি চুরি—এমনই এক গোলমেলে খেলা শুরু হয়।
পুরো ব্যাপারটা যেমন ভয়ংকর, তেমন আবার মজারও। Shilpa-র মজার কথা, Anupama-র চালাকিপনা—এগুলো মিলেই ঘটনাগুলো একদিকে tension, অন্যদিকে হাসির খোরাক দেয়। প্রতিযোগিতা যত এগোয়, তত বাড়তে থাকে রহস্য। কে কাকে ধোঁকা দেবে, ট্রফি আসলে কাদের হাতে যাবে—এসব নিয়েই গল্প ঘুরতে থাকে।