ডাউনলোড লিংক নিচে
IMDb rating ➤ 6.7/10
Directors ➤ Raihan Rafi
Stars ➤ Afran Nisho, Tama Mirza, Adib Ahasan Chowdhury Ect.
Genres ➤ Crime, Drama, Mystery, Romance, Thriller
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ Chorki
আচ্ছা একজন পুরুষের মানুষের জীবনের মূল্য কিসে?? উত্তর টা খুবই সহজ।। টাকা।। পুরুষ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্তই টাকা কামানো উচিত কেননা টাকাই সকল সুখের উৎস যে।

আপনার টাকা নেই মানে অতি আপন স্ত্রীর চোখেও আপনি খুব অযোগ্য হয়ে যাবেন। টাকা আর ভালোবাসা রেললাইনের দুইটা লেইনের মতো।। যদি একপাশে সমমানে টাকা না থাকে আপনার অপর পাশের লেইন অর্থাৎ ভালোবাসার লেইনটাও মূল্যহীন হয়ে যাবে যেকোন অর্থেই।।

 তাই যাই হোক জীবনে আপনাকে সুখি নয় বরং সাথে থাকা মানুষটাকে সুখে রাখার জন্য হলেও প্রচুর টাকা আপনার চাই ই চাই।

এই ফিল্ম নিয়ে সামান্য বললেও স্পয়লার হয়ে যাবে তাই বিশেষ কিছু বলব না।। তবে আফরান নিশো আর তমা মির্জাকে নিয়ে না বললেই নয়।। আফরান নিশোর বড় পর্দায় প্রথম ফিল্ম।। তবে একজন ফ্যান হিসেবে নয় বরং মুভি লাভার হিসেবেও যদি বলি আফরান নিশো ছিলেন টপ নোচ।।আহা এক্সপ্রেশন অভিনয় ডায়লগ ডেলিভারী!! আর কিছু বলব না বাকিটা আপনারা নিজেরাই দেখে নিন।