ডাউনলোড লিংক নিচে 👇
MDb rating ➤ 6.5/10
Directors ➤ Pandiraaj
Stars ➤ Vijay Sethupathi, Nithya Menen, Kaali Venkat, Roshini Haripriyan Etc.
Genres ➤ Horror, Thriller, Action
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
Platform ➤ Prime Video
আকাশাভ একটু রাগী টাইপের, আর তার খুব অহংকার—নিজের টিফিন সেন্টার, নিজের পরিশ্রম—এই নিয়েই সে বাঁচে। অন্যদিকে পেরারাসি ভীষণ জেদি, নিজের মতামতকে খুব দাম দেয়। তাই একসময় ছোট ছোট ব্যাপার নিয়েই তাদের ঝগড়া শুরু হয়। আজকে রান্না নিয়ে, কালকে আত্মীয় নিয়ে, পরশু আবার অন্য কিছু নিয়ে—কথা জমতে জমতে সম্পর্কটা ভারী হয়ে যায়।

ঝগড়া এত বাড়ে যে পরিবার, আত্মীয় সবাই টিপ্পনী কাটতে শুরু করে—“এদের সংসার টিকবে তো?”—এইসব। তখনই আরও অশান্তি বেড়ে যায়। দু’জনই একে অপরকে ভালোবাসলেও কেউ মুখ খুলে বলতে পারে না, অহংকার দু’পাশে আটকে রাখে।

কিন্তু ধীরে ধীরে যখন বুঝতে পারে যে ঝগড়া করলেও তারা একে অপরকে ছাড়া থাকতে পারছে না, তখন আস্তে আস্তে বরফ গলতে শুরু করে। একদিন ছোট্ট একটা ঘটনা—একটু ভুল বোঝাবুঝি, একটু হাস্যকর পরিস্থিতি—এই জিনিসগুলো মিলিয়ে তারা আবার কাছাকাছি আসে। শেষে দু’জনই মানতে বাধ্য হয়, আসলে ভালোবাসা মানেই তো ঝগড়া, ভুল বোঝা আর তার পর আবার মিটমাট করা।

গল্পটা আসলে শেখায়, সংসারে রাগ, জেদ, সমস্যা সবকিছুই থাকবে, কিন্তু যদি দু’জনেই একটু নরম হয়ে যায়, তবে সম্পর্ক আবার আগের মতো মিষ্টি হয়ে উঠতে পারে।