ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 3.6/10
Directors ➤ Venu Sriram
Stars ➤ Saurabh Sachdeva, Nithiin, Varsha Bollamma, Swasika Vijay Etc.
Genres ➤ Action, Drama
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
Platform ➤ Netflix
গল্পটা ঘুরে জয় নামের এক ছেলের চারপাশে। ছোটবেলায় তার বোন স্নেহলতা প্রেমে পড়ে, কিন্তু পরিবারের চাপে বিয়ে হয় অন্য কোথাও। প্রেমিক দুঃখে আত্মহত্যা করে আর স্নেহলতা বাড়ি ছেড়ে চলে যায়। নাম বদলে হয়ে যায় ঝাঁসি কিরণময়ী, পরে সে বড় অফিসার হয়।

অনেক বছর পর জয় বুঝতে পারে আসলে বোনের সঙ্গে অন্যায় হয়েছিল, তাই সে তাকে খুঁজতে বের হয়। তখনই ঝাঁসি এক বড় কেমিক্যাল ফ্যাক্টরির দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায়। ওই ফ্যাক্টরির মালিক আগারওয়াল খুব শক্তিশালী লোক, কিন্তু একটা সমস্যা আছে—সে বেশি শব্দ সহ্য করতে পারে না।

এরপর ঝাঁসি আর তার পরিবার এক জঙ্গলে গিয়ে ফেঁসে যায়। সেখানে দস্যু আর আগারওয়ালের লোকেরা আক্রমণ করে। জয় তীর-ধনুক দিয়ে লড়াই শুরু করে আর সবাইকে বাঁচানোর চেষ্টা করে। এই লড়াইয়ে অনেক ঘটনা ঘটে, কেউ কেউ মারা যায়, যেমন জয়-এর প্রিয় চিত্রা। আবার কেউ বীরত্ব দেখায়, যেমন রত্না—সে একসময় শত্রুকে মেরে সবাইকে বাঁচায়।

সব শেষে জয় আগারওয়ালকে হারায় তার দুর্বলতা (শব্দ) ব্যবহার করে। সরকার আগারওয়ালের সব সম্পদ বাজেয়াপ্ত করে। ঝাঁসি গর্ব করে ঘোষণা দেয় জয়-ই তার ছোট ভাই। জয়ও প্রমাণ করে সে শুধু ভালো তীরন্দাজ নয়, সে পরিবারের মান-সম্মানও ফিরিয়ে দিয়েছে।

শেষে দুঃখ আছে, আবার শান্তিও আছে—চিত্রাকে হারানো কষ্ট, আর রত্নার সঙ্গে নতুন শুরু করার আশ্বাস।