ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ N/A
Directors ➤ Aryan Khan
Stars ➤ Bobby Deol, Lakshya, Mona Singh, Anya Singh, Manish Etc.
Genres ➤ Adventure, Comedy, Drama
Language ➤ Hindi
Country ➤ India
Platform ➤ Netflix
এই সিরিজটা আসলে বলিউডের ভেতরের আসল চালবাজির কাহিনি। এখানে দেখানো হয়েছে দুই দিক—একদিকে আছে নামকরা তারকার ছেলে-মেয়েরা, যাদের কিছু না করলেও সিনেমা জুটে যায়, আরেকদিকে আছে গরিব-সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে আসা ছেলেমেয়ে যারা স্বপ্ন নিয়ে মুম্বাই আসে, কিন্তু হাজার চেষ্টা করেও সুযোগ পায় না।

প্রধান চরিত্র আসমান সিং, একেবারে সাধারণ ঘরের ছেলে। তার মাথায় শুধু একটা স্বপ্ন—নায়ক হবে, সিনেমায় নাম করবে। কিন্তু মুম্বাইয়ে গিয়ে বুঝতে পারে, প্রতিভা থাকলেই হয় না, এখানে তো সব চলে চেনাজানা, স্বজনপ্রীতি আর রাজনীতি দিয়ে। তবুও সে হাল ছাড়ে না। তার পাশে থাকে তার জিগরি দোস্ত পরভাইজ আর ম্যানেজার সান্যা, ওরা সবসময় তাকে ঠেলতে থাকে সামনে এগোনোর জন্য।

এরপর শুরু হয় আসল যাত্রা। আসমান বারবার অডিশনে যায়, রিজেক্ট হয়, অপমান খায়, কিন্তু মনের জোর হারায় না। এদিকে যাদের বাপ-মা সিনেমার তারকা, তারা না চাইতেও সিনেমা পেয়ে যায়। এই অন্যায় দেখে রাগ হয়, আবার মাঝে মাঝে হাসিও পায়, কারণ বলিউডের ভেতরের নাটকই এমন—যেখানে হাসি-কান্না-ঝগড়া-প্রতারনা সব একসাথে চলে।

মাঝে মাঝে গল্পে ঢুকে পড়ে আসল বলিউড তারকারাও ক্যামিওতে—কখনও মজার মুহূর্ত, কখনও একেবারে নাটকীয় চমক নিয়ে। এতে সিরিজটা আরও মজাদার হয়ে ওঠে, মনে হয় যেন বাস্তব আর কল্পনা মিলেমিশে গেছে।

শেষমেশ আসমানের লড়াইটা শুধু সিনেমায় সুযোগ পাওয়ার নয়, বরং প্রমাণ করার যে সাধারণ ছেলেও যদি চেষ্টা আর জেদ ধরে রাখে, তবে বলিউডে জায়গা করে নিতে পারে।

এক কথায়, এটা এমন এক কাহিনি যেটা আমাদের নিয়ে যায় বলিউডের ঝলমলে আলো আর অন্ধকার দিক—যেখানে স্বপ্ন আছে, সংগ্রাম আছে, হাসি আছে, কান্না আছে, আর আছে একেবারে সিনেমার মতো চমক।