ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 6.9/10
Directors ➤ Joydip Mukherjee
Stars ➤ Anirban Chakrabarti, Saswata Chatterjee, Ishaa Saha, Somak Ghosh Etc.
Genres ➤ Mystery, Thriller
Language ➤ Bangla
Country ➤ India
একেবারে গরমের সময় একেন বাবু, বাপি আর প্রমথ চলে গেলেন বারাণসী, তাদের বন্ধু সুবিমলের নিমন্ত্রণে। সুবিমল ডাক দিয়েছিল মাসান হোলি উৎসবে যোগ দিতে। গঙ্গার ঘাট, অলিগলি, হোলির রঙ, আর পান‑লস্যির স্বাদে জমজমাট শহর বেনারস তখন উৎসবের রঙে রাঙা।
কিন্তু সেই আনন্দের মাঝেই একেন বাবু টের পান, কিছু একটা ঠিকঠাক নেই। আসলে, এই উৎসবের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ংকর সন্ত্রাসবাদী ষড়যন্ত্র। একেন বুঝে যান, শহরকে বিপদের মুখে ফেলা হচ্ছে মাসান হোলির নাম করে।
এর মাঝেই আসে রহস্যময় খলনায়ক বেলাল মল্লিক—যে ১১টি ছদ্মবেশে ঘোরে আর যার দেখা পাওয়া দুষ্কর, কিন্তু তার ছায়া রয়েছে পুরনো অ্যান্টিক দোকান আর সুবিমলের পরিবারের জিনিসপত্রে। সন্দেহ যায় পড়ে সুবিমলের কাকা বীরেশ্বর, কাকিমা ভিনদিনি, আর তাদের হিসাবরক্ষক সমীরণের ওপর।
অন্যদিকে, অ্যান্টিক জিনিস হারাতে থাকে, বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ এক বিস্ফোরণ ঘটে, এবং একের পর এক হত্যা শুরু হয়। সুবিমলের কাকাও খুন হন। পুলিশ জানায় এটা কেবল খুন না—এটা আসলে এক বড়সড় বোমা হামলার ষড়যন্ত্রের অংশ।
স্থানীয় পুলিশ অফিসার এসপি আব্দুলের সঙ্গে মিলে একেন বাবু শুরু করেন তদন্ত। বাপি আর প্রমথও পাশে থাকে। তারা ধাপে ধাপে রহস্যভেদ করতে থাকে, সংকেত পড়ে, গোপন কোড ডিকোড করে। একটা অ্যান্টিক লকেট থেকে তারা পায় এক বিশেষ কোড, যা মাসান হোলির দিন বড়সড় বিস্ফোরণ ঘটাতে পারে!
সময় কম, শহরে উৎসব শুরু হতে চলেছে, আর বেলালের দল ছড়িয়ে আছে ঘাটে ঘাটে। কিন্তু একেন বাবুর বুদ্ধি, বাপি-প্রমথের সহযোগিতা আর একঝাঁক মজার মুহূর্তের মাঝে তারা খুঁজে পায় সত্য।
শেষে একেন বাবু নিজেই বেলালের জন্য ফাঁদ পাতে। এক দুর্দান্ত ক্লাইম্যাক্সে পুলিশ বেলাল আর তার দলকে ধরে ফেলে। বেনারস বেঁচে যায়, উৎসব হয় শান্তিতে।
শেষ দৃশ্যে দেখা যায়—ঘাটে আরতি, হোলির রঙ, আর মানুষের মুখে হাসি। একেন বাবু, বাপি আর প্রমথ আবার বাড়ির পথে রওনা হয়, কিন্তু বেনারস শহরে রেখে যায় তাদের কৌতুক, রহস্য আর স্মৃতির ছাপ।