ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ N/A
Directors ➤ Giasuddin Selim
Stars ➤ Sudip Biswas Deep, Ariana Zaman, Mir Rabby, Zopari Lushai Ect.
Genres ➤ Romantic, Drama
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ Chorki
রাশেদ তার জাপানি বউ ইরাকে নিয়ে বন্ধু প্রীতমের বাসায় বেড়াতে আসে। প্রীতম খুব রোম্যান্টিক ধরনের মানুষ। রাশেদ আর ইরার ছোটখাট রোমান্টিক মুহূর্তগুলো প্রীতম লুকিয়ে লুকিয়ে দেখছিল। এসব দেখে প্রীতমও একটু হালকা রোম্যান্সের চেষ্টা করে তার নিজের বউয়ের সঙ্গে। কিন্তু তার বউ তাকে দেখে তিরস্কার করে, “রোম্যান্টিকের বাপ, তুমি কী করছো!”

এই ঘটনায় প্রীতম বড্ড কষ্ট পায়। সে ঠিক বুঝতে পারে, হয়তো নিজের রোমান্টিক স্বভাবটা লুকিয়ে রাখা ভাল।

কিছুদিনের মধ্যে প্রীতম ও জাপানি ইরার সম্পর্ক দারুণ ঘনিষ্ঠ হয়ে ওঠে। ইরা যত্নসহকারে প্রীতমের খেয়াল রাখে—তার পছন্দ-অপছন্দ সব মনে রাখে। এদিকে প্রীতমও নরম হয়ে পড়ে ইরার প্রতি।

একদিন হঠাৎ রাশেদ বলে, “দেখিস, আমার ইরা আসলে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে না, বরং সে প্রীতমের প্রেমে পড়েছে।”

প্রীতম চমকে যায়! সত্যিই কি ইরা তার প্রেমে পড়েছে, নাকি রাশেদ মিথ্যা বলছে? এদিকে প্রীতমের বউ সবকিছু দেখে আর সহ্য করতে পারছিল না।

শেষমেষ প্রশ্ন থাকে—এটা কি প্রীতমের নিজস্ব সেটআপ, নাকি কেবল ঘটনাগুলোর জটিলতা?
সত্যিটা জানতে হলে দেখতে হবে চরকির নতুন শর্ট ফিল্ম।