ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 5.8/10
Directors ➤ Çagatay Tosun
Stars ➤ Burak Özçivit, Kerem Bürsin, Süleyman, Onur Ayçelik Ect.
Genres ➤ Action & War
Language ➤ Bangla Dubbed
Country ➤ Turkish
Platform ➤ DeeptoPlay
সাত বছর ধরে ভয়ংকর এক অঞ্চলে চলছে গৃহযুদ্ধ। চারদিকে ধ্বংস, আতঙ্ক আর প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই। এমন পরিস্থিতিতেই তুর্কি সেনাবাহিনী একাই সেখানে প্রবেশ করে—কোনো মিত্র দেশ পাশে নেই, ভরসা শুধু নিজের শক্তি আর সাহস।

ওই এলাকায় দায়িত্বে থাকা কর্মকর্তাদের মধ্যে আছে এক বিশেষ বাহিনী—ক্যাপ্টেন আলপারসলানের নেতৃত্বে স্পেশাল ফোর্স টিম। আর আকাশপথে তাদের পাশে থাকে সাহসী পাইলট ক্যাপ্টেন অনুর। কিন্তু সমস্যাটা হলো—শত্রুপক্ষ আগে থেকেই বিশাল এক ফাঁদ পেতেছে তুর্কি বাহিনীকে ধ্বংস করার জন্য। পরিকল্পনা এতটাই নিখুঁত যে এক মুহূর্তের ভুল মানেই পুরো টিমের সর্বনাশ।

এই ভয়ংকর পরিস্থিতিতে আলপারসলান ও তার দলকে শুধু যুদ্ধই নয়, নিজের বিবেক, মানবতা আর মনোবলের সঙ্গেও লড়তে হয়। প্রতিদিনই তারা চোখের সামনে দেখে সন্ত্রাসীদের নির্মমতা, নিরীহ মানুষের কষ্ট—তার মাঝেই সিদ্ধান্ত নিতে হয় কোনটা সঠিক, কোনটা ভুল।

ফাঁদ ভেঙে নিজের মাটিকে রক্ষা করার এই দুঃসাহসিক অভিযানে সবচেয়ে বড় পরীক্ষা হলো—তারা কি টিকে থাকতে পারবে? আর টিকে থাকলেও—মানুষ হিসেবে নিজেদের ভেতরের সৎ দিকটা ধরে রাখতে পারবে তো?