ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 8.8/10
Directors ➤ Tanim Noor
Stars ➤ Joya Ahsan, Chanchal, Jahid Hasan, Afsana Mimi Etc.
Genres ➤ Comedy, Family, Drama
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ Chorki
জাহাঙ্গীর – এক নামেই পাড়া চিনে ফেলে। লোকটা টাকা-পয়সার হিসাব খুব ভালো রাখে, কিন্তু মানুষের হিসাবটা ঠিক বুঝে না। পাড়ার কারও বিপদে পাশে দাঁড়ানো, ঈদে কাউকে দাওয়াত দেওয়া—এসব তার ধাতে নেই। অনেকেই তাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়, সে নিজেও এসব গায়ে মাখে না।

হঠাৎ একদিন খবর আসে—তার এক দূর সম্পর্কের কাজিন মারা গেছে। সে কাজিন রেখে গেছে একটা কমিউনিটি সেন্টার, আর সেটা এখন জাহাঙ্গীরের নামে। জাহাঙ্গীর ভাবে, “এবার একটা কিছু করা যাবে।”

ঈদের সময় চলে এসেছে। একদিন এক কিশোর এসে বলে, “চাচা, আপনার কাজিনের কবর দেখা হয়নি তো, একবার ঘুরে আসবেন?”
সে বিরক্ত হয়ে বলে, “মরলে সব শেষ! কবর দেখে কী হবে?”

কিন্তু ঈদের আগের রাতটা বদলে দেয় সবকিছু।

সে রাতে ঘুমের মধ্যে এক অদ্ভুত অভিজ্ঞতা হয় জাহাঙ্গীরের। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে আসে, আলো নিভে যায়। চোখ খুলে দেখে, তার মৃত কাজিন সামনে দাঁড়িয়ে, পাশে আরও তিনজন—অভিনেতা চঞ্চল চৌধুরী, জয়া আহসান আর অপি করিম। তবে তারা যেমন টিভিতে দেখায়, তেমন না—এরা যেন অন্য এক জগতের দূত!

তারা জাহাঙ্গীরকে সময়ের পেছনে নিয়ে যায়। দেখায়, কীভাবে এক সময় সে ভালোবাসার মানুষদের দূরে ঠেলে দিয়েছিল। ভয়, অহংকার আর নিজের স্বার্থের কারণে স্ত্রীকে হারিয়েছে, মেয়েকে কখনও ভালোভাবে কাছে টানেনি।

জাহাঙ্গীর ভেঙে পড়ে। জীবনে যা হারিয়েছে, তার ওজন বুঝতে পারে সে।

সকালে উঠে সে আর আগের মতো থাকে না।

ঈদের দিন পাড়ার ছাদে ছোট্ট একটা আয়োজন করে—চমকে ওঠে সবাই! নিজের স্ত্রী আর মেয়েকে জড়িয়ে ধরে সে বলে, “চলো, নতুন করে শুরু করি।”

এবার সে শুধু পয়সার নয়, মন খুলে ভালোবাসাও বিলিয়ে দেয়। প্রতিবেশীরা অবাক হয়ে বলে, “এই জাহাঙ্গীর ভাইকে তো চিনতাম না!”

জাহাঙ্গীরের জীবনে সত্যিকারের ‘উৎসব’ সেদিনই শুরু হয়—যেদিন সে শুধু কিপটে থেকে মানুষ হয়ে ওঠে।