ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 7.2/10
Directors ➤ Eashvar Karthic
Stars ➤ Satyadev Kancharana, Priya, Amrutha, Dhananjaya Etc.
Genres ➤ Action, Crime, Thriller
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
সুর্য, একদম ভদ্র, শান্ত, হিসেবি মানুষ। এক ব্যাংকে চাকরি করে, নিজের মতো জীবন চালায়, আর প্রেমিকা স্বাথীর সাথে একটা স্বপ্ন গড়ে—বাড়ি হবে, সংসার হবে, সুখ থাকবে।
কিন্তু জীবন তো আর সোজা পথে চলে না!
একদিন অফিসে স্বাথী একটা গণ্ডগোল করে ফেলে—একটা মোটা অঙ্কের টাকা ভুল অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। চাকরি যাবে নাকি এই ভয়েই গা কাঁপে। তখন সুর্য, বুদ্ধি খাটিয়ে ব্যাংকের ভেতরের এক টেকনিক্যাল ফাঁক দিয়ে সব ঠিক করে ফেলে। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু ঝামেলা শুরু হয় এরপরই।
হঠাৎ একদিন সুর্য দেখে—তার নিজের অ্যাকাউন্টে ৫ কোটি টাকা ঢুকে গেছে! কেউ কিছু বলে নাই, কইছে নাই—এই বিশাল টাকা কোথা থেকে? কেন?
এরপরই তার সামনে হাজির হয় এক ভয়ঙ্কর লোক—আদিত্য দেবরাজ। বলল, “এই টাকাটা আমার। চার দিনের মধ্যে ফেরত দে, না হলে…”
বাকি কথা বলার দরকার পড়ে না। ভয় তার চোখে-মুখে স্পষ্ট।
সুর্য বুঝে যায়, সময় কম। কিন্তু তার কাছে কোনো কালো টাকা নেই, কোনো বেআইনি যোগাযোগ নেই। তাহলে কীভাবে ফেরত দেবে এত টাকা? তখন শুরু হয় এক মগজ ধোলাই লড়াই।
সে ব্যাংকের সিস্টেম, হিসাব, লেনদেন—সব ঘেঁটে একটা পথ খোঁজে, যেটা দিয়ে সে টাকা ফেরত দিতে পারবে, আবার নিজের হাতে রক্ত মাখবে না।
মাঝে আসে একগাদা বিপত্তি, ধোঁকা, পেছন থেকে ছুরি মারা বন্ধুরা, আর কিছু চমকপ্রদ টুইস্ট।
সুর্য শেষমেশ একটা দারুণ প্ল্যান করে। একটা ঝুঁকিপূর্ণ, কিন্তু আইনের সীমার ভেতরে থাকা কৌশল।
সে ব্যাংকের ভিতর একটা দুর্দান্ত চাল চালায়—যেটা এমনকি বড় বড় লোকেরাও ভাবতে পারে না।
শেষপর্যন্ত, সে কেবল আদিত্যকে সামলেই না, বরং নিজের জীবনের একটা নতুন পথ খুঁজে পায়।
প্রেম, সম্মান, স্বপ্ন—সব কিছু একসাথে বাঁচাতে পারে কিনা, সেটাই গল্পের মূল রসদ।